ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ মহসীনকে সভাপতি ও মাহমুদুল হাছান আনছারীকে সাধারণ সম্পাদক করে ২০২৬–২০২৮ সালের জন্য বোয়ালখালী সমিতি ঢাকার ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে বোয়ালখালী সমিতি ঢাকার সাধারণ সভা শেষে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে সহ–সভাপতি পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মিলন কান্তি নাথ, আসিফ সিকদার, অসীম চৌধুরী, এম কে আলম, মোজাম্মেল হক চৌধুরী ও রীতেন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পারভেজ মো. চৌধুরী, জাবেদ রহমান, মো. তৌহিদুল ইসলাম ও প্রকৌশলী পল্লব দাস, কোষাধ্যক্ষ পদে কল্লোল দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আবদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক পদে আলম ইশরাক চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মিল্টন চৌধুরী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক প্রীতিশ কুমার বল এবং সহ–শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে বিশ্বজিৎ দত্ত মনোনীত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












