বোয়ালখালী উপজেলা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি আহবায়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদ আনছারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, এ.এম কামাল উদ্দিন, আক্কাস খান,শাহ আলম, মেহেদী হাসান সুজন, বোয়ালখালী বিএনপির সদস্য ওয়াহিদুল আলম, মোসলেম উদ্দিন, নুরুল আবসার, ইসমাইল হোসেন, মহসিন খোকন, গোলাম হোসেন নান্নু,নুর হোসেন, আরেফিন রিয়াদ, বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।