বোয়ালখালী পৌরসভাধীন মুরাদ মুন্সির হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পৌরমেয়রের উদ্যোগে নানামুখী কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল সকালে উপজেলার পৌরসভাধীন মুরাদ মুন্সির হাট বাজারে পরিষ্কার-পরিচ্ছতা কার্যক্রম চালানো হয়েছে। মঙ্গলবার বাজারের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। এ সময় তিনি বলেন, বাজারটি একসময় বোয়ালখালীতে খুবই ব্যস্ততম ও ঐতিহাসিক বাজার ছিলো। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এখানে বাজার করতে আসতো, কিন্তু বর্তমানে বাজারটি দীর্ঘদিন ধরে অপরিস্কার ময়লাযুক্ত হয়ে পড়েছে, যার ফলে বেচাকেনা আগের তুলনায় নাই বললেই চলে। তাই আমরা পৌরসভার উদ্যোগে এই ঐতিহাসিক বাজারটিকে আগের সেই সৌন্দর্য্যময় রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছি। এ সময় প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর শেখ আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, বাজার কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












