বোয়ালখালী পৌরসভার ৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:৪১ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার ৮ম বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে এবারের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৯৪ কোটি ৮৩ লক্ষ ৫৮হাজার ৫৭০ টাকা। গতকাল বুধবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
এ সময় পৌর মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য পূরণে উন্নয়ন তহবিল থেকে ৯০ কোটি টাকা ও রাজস্ব তহবিল থেকে ৪ কোটি ৮৩ লক্ষ ৫৮ হাজার ৫৭০ টাকার সমন্বয় করা হবে। বাজেট বাস্তবায়িত হলে ২৮ কোটি ৪৭ লক্ষ টাকা রাজস্ব উদ্বৃদ্ধ থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোহাম্মদ তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা, শেখ আরিফ উদ্দিন জুয়েল, পৌর কাউন্সিলর মো. সিরাজুল হক, সুনীল চন্দ্র ঘোষ, মো. ইসমাইল হোসেন আবু, হাজী নাছের আলী, মো. মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জোবাঈদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো. মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. মজিবুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর জেলা জাতীয় পার্টির সমাবেশ
পরবর্তী নিবন্ধকোরিয়ার ইনসেই বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতবিনিময়