বোয়ালখালী পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌরসভাধীন ৬নং ওয়ার্ডস্থ খায়ের মঞ্জিল হতে ঈসা মঞ্জিল সড়ক এবং নায়েব আলি সড়ক মিয়া বাপের বাড়ি হয়ে আলি আহমদ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কের উদ্বোধন করেন পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, স্থানীয় কাউন্সিলর হাজী নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল আলম, মো. সোলায়মান, আবদুল পরাহ, পৌরসভার সহকারী প্রকৌশলী মিনাল কান্তি ধর, এ্যাডভোকেট কামরুজ্জামান বাবুল, শেখ আহমদ, রাহুল বড়ুয়া। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় তাজন বিবি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শওকত হোসেন। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইরফানুল করিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।