বোয়ালখালী, চকরিয়া ও মহেশখালী পৌরসভা নির্বাচন ১১ এপ্রিল

একইদিনে হবে ২৮ ইউপির ভোটও

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আগামী ১১ এপ্রিল বৃহত্তর চট্টগ্রামে ৩ পৌরসভা ও ২৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামে যে তিনটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই পৌরসভাগুলো হলো- বোয়ালখালী পৌরসভা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী পৌরসভা। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যদিয়ে আবারও গ্রামীণ জনপদে ভোট উৎসব শুরু হচ্ছে। আগামী ১১ এপ্রিল সন্দ্বীপের ১৩ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ২৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়ন, গাছুয়া ইউনিয়ন, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধারা, হারামিয়া, দীঘাপাড় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন, হোয়ানক ইউনিয়ন, মাতারবাড়ি, কুতুবজোম ইউনিয়নে, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তরধুরুং, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন, সাবরাং , সেন্টমার্টিন, টেকনাফ, হোয়াইক্যই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম ধাপে আগামী ১১ এপ্রিল সারাদেশে ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভায় নির্বাচনের তফসিল গতকাল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল আনুয়ায়ী আগামী ১১ এপ্রিল এসব পৌরসভা ও ইউনিয়ন পরিষদে ভোট হবে। কুয়েতে গ্রেফতার ও ফৌজদারি মামলায় দণ্ডিত সংসদ সদস্য পাপুলর লক্ষ্মীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে।
ইসি সচিব বলেন, সবগুলো নির্বাচনেই মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। ১১ এপ্রিল হবে ভোট।

পূর্ববর্তী নিবন্ধরামুতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধরামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত