বোয়ালখালী ও চন্দনাইশে কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মুজিববর্ষ সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা (অনূর্ধ্ব-১৬) ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বোয়ালখালী উপজেলা ১-১ গোলে পটিয়া উপজেলার সাথে ড্র করে। গতকাল ১১ ডিসেম্বর শনিবার পি.সি. সেন সরোয়াতলী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালীর সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। ক্রীড়া সংগঠক হারুন-অর-রশীদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম, সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, কনফিডেন্স সিমেন্ট লি: এর পরিবেশক এস.এম ওমর ফারুক, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ শাহজাহান, নির্বাহী সদস্য মো. হারুন আল রশীদ, সিডিএফএ নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, কাজী মো. জসিম উদ্দিন, কাউন্সিলর আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, মো. এনামুল হক, আলী আকবর, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, সৈয়দ নূর নবী লিটন, ইয়াছির আরাফাত প্রমুখ।
এদিকে চন্দনাইশ প্রতিনিধি জানান কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার বিকেলে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ মাঠে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী খেলায় চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের খেলোয়াড় কানুন ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, আবু আহমদ চৌধুরী জুনু, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক মিরাজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মো. শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ফুটবল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ওসমান গণি রানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅনি স্মৃতি টেবিল টেনিস লিগ কাল শুরু
পরবর্তী নিবন্ধরাউজানে ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন