বোয়ালখালী এম পি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শাকপুরা ইউনিয়ন। গতকাল শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শাকপুরা ইউনিয়ন ১-০ গোলে পশ্চিম গোমদন্ডী দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে জুবায়ের। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় মিনহাজ। দ্বিতীয় সেমিফাইনাল আগামী ১ মার্চ সোমবার পশ্চিম কধুরখীল বনাম চরনদ্বীপ ইউনিয়ন এর মধ্যে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিগণ গতকালের খেলা উপভোগ করেন। ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি।