বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের এক সভা উপজেলার আহ্বায়ক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিশুরাম বসু সাটুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, প্রধান বক্তা জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বিশেষ অতিথি ছিলেন জেলার সহ–সভাপতি সুনীল চন্দ্র ঘোষ, যুগ্ম–সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত, লায়ন রিমন মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে। বক্তব্য রাখেন– বোয়ালখালী উপজেলার প্রাক্তন সভাপতি অজিত বিশ্বাস, উজ্জ্বল কুমার চন্দ, অপু কুমার বৈদ্য, অমিত লালা, কার্তিক নন্দী, বনস্পতি বিশ্বাস, আদিত্য দাশ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সুনীল চন্দ্র ঘোষকে আহ্বায়ক, অপু কুমার বৈদ্য, বাবলী ঘোষ –কে যুগ্ম আহ্বায়ক ও উজ্জ্বল কুমার চন্দ শান্তুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ–এডহক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











