বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল–পূর্ব আলোচনা সভায় দলের সকল স্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। বোয়ালখালী সিও অফিস সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শওকতুল আলম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আবুল হাশেম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, যুবদলের সহসভাপতি জসীম উদ্দীন, যুবদল নেতা শাকিব, থানা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল, পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।