অবশেষে সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপ–নির্বাচন আওয়ামী লীগের দলীয় (নৌকা) মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। এদিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন (নৌকা) পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে জাহেদ চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নাজিরহাট পৌরসভায় মেয়র পদে এ মনোনয়ন দেওয়া হয়।
আগামী ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ–নির্বাচন এবং ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে রেজাউল করিম রাজাসহ মোট ১০ জন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছিলেন। আরো যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন তারা হলেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাবেক সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, সাবেক চেয়ারম্যান এম এ ঈছা, শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. মনছুর আলম পাপ্পী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন। গত ২৩ জানুয়ারি নিবার্চন কমিশন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ নারী ভোটার।
প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গত ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ–সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে উপ–নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
নাজিরহাট পৌরসভা নির্বাচন : নাজিরহাট পৌরসভায় মেয়র পদে এ কে জাহেদ চৌধুরী ছাড়াও আরো যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা হলেন–পৌরসভার বর্তমান মেয়র এস এম সিরাজ উদ দৌলা, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান, আবুধাবী বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ছৈয়দ লুৎফুর রহমান, ব্যবসায়ী আনোয়ার হোসেন আজম, ব্যবসায়ী আলী আজম ছাদেক, জাবেদ জাহাঙ্গীর টুটুল, প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মফিজ তালুকদার এবং রেজভী আপ্পান মাহমুদ জেরিন।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি যাচাই বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় দ্বিতীয় নির্বাচন হলেও সম্পূর্ণ ইভিএম পদ্ধতিতে প্রথমবারেরর মতো ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।