বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার এক সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে নব–নিবার্চিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস–চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম।
ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম, মো. মোদাচ্ছের, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. প্রতীক সেন, সংস্থার সহ সভাপতি আলী আকবর, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ এস এম ওমর ফারুক, নির্বাহী সদস্য আবুল হাশেম মতি, এস.এম ফজলুল কবির, বিপুল কান্তি বৈদ্য, সেকান্দর আলম বাবর, মোহাম্মদ লোকমান চৌধুরী, মনজুর ইসলাম, দীপক কান্তি চৌধুরী, শামীম আরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।