আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ নেবেন বোয়ালখালী উপজেলার নব নির্বাচিত ৮৪ সদস্যসহ ৬ ইউপি চেয়ারম্যান। তবে আদালতের নির্দেশনা থাকায় এদের সঙ্গে শপথ নিতে পারছেন না চরণদ্বীপ ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান মোহাম্মদ সামশুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৯১ জন বিজয়ী প্রার্থীর নামে গত ২৭ জানুয়ারি একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশে গত ১০ ফেব্রুয়ারি চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সামশুল আলমের নামে প্রকাশিত গেজেটটি স্থগিত করে কমিশন। নির্বাচনের পর ঋণ খেলাপীর অভিযোগ এনে হাইকোর্টের আপিল বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন খান।












