বোয়ালখালী আহলা দরবার প্রাঙ্গণে তিন দিনব্যাপী ওরশ মাহফিল গত রোববার রাতে শেষ হয়েছে। শাইখুল হাদিস মুফতীয়ে আজম আল্লামা মাওলানা শাহ্ছুফী গাজী আবুল মোকারম মোহাম্মদ নুরুল ইসলাম (রহ.) কুদ্দুছীর রুহুল আজিজ ওফাত দিবস উপলক্ষে ও শাহছুফী মাওলানা মোহাম্মদ মজহারুল ইসলাম (রহ.) কুদ্দুছীর রুহুল আজিজের ওরশ মাহফিলে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কামনা করে বাংলাদেশ তথা বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
পরিচালনা করেন মাহফিলে শাহ্ছুফী মুহাম্মদ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশতি, মাওলানা মুফতী মোহম্মদ গিয়াস উদ্দিন, শাহ্ ছুফী মোহাম্মদ এমদাদুল ইসলাম, শাহ্ছুফী মোহাম্মদ নজরুল ইসলাম, শাহ্ছুফী মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন, শাহ্ছুফী মাওলানা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, শাহ্ছুফী মোহাম্মদ কুতুবউদ্দিন রাসেল বক্তব্য রাখেন। মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। কর্মসূচির মধ্যে ছিল খতমে পাক কোরআন, কেরাত, হামদ, নাত, ইসলামী গজল, দরুদ শরীফ, জিকিরের মজলিস, সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহতায়ালা জন্য হুজুরের জীবনী আলোচনা আখেরী মুনাজাত। সেদিন সারা দরবার শরীফ ছিল আলোকসজ্জায় সজ্জিত। চারপাশের সব স্থান আলোয় ঝলমল করছিল। রাস্তা জুড়ে গেট, ফেস্টুন ও ব্যানার টাঙানো ছিল, যা মাইলের পর মাইল বিস্তৃত ছিল। প্রেস বিজ্ঞপ্তি।












