বোয়ালখালীর ১৫০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৫৩ পূর্বাহ্ণ

করোনা ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া বোয়ালখালীর ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সওকত হোসেন প্রমুখ। পরে শাকপুরা, পশ্চিম গোমদন্ডী ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি ও অটোরিকশা চালকদের ১ হাজার টাকা করে ১৫০ জনকে ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা চাওয়া অসহায় ৩৫ টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
পরবর্তী নিবন্ধ১১০ দেশের ২০৩০ জন প্রতিনিধির অংশগ্রহণ