বোয়ালখালীর শ্রীপুরে গুণীজন সংবর্ধনা

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীর উপজেলার ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের প্রাচীনতম শ্রীপুর শ্রীশ্রী রক্ষাকালী বাড়ির দ্বিশতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী দিনে গত ২৫ অক্টোবর সংবর্ধনা ও স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিশতবর্ষ উৎসব উদ্‌যাপন পরিষদের আহবায়ক টিংকু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। মহান অতিথি ছিলেন অদুল-অনিতা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অনিতা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চবি’র উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রকৌশলী বাদল কৃষ্ণ চৌধুরী, রনজিত চৌধুরী, অসিম চৌধুরী, সুলাল মজুমদার, সুকান্ত দে।

সংগঠক সঞ্জয় ভক্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রতন চৌধুরী, অরূপ পাল, অমল কান্তি দে, টুটুল কান্তি ভক্ত। আরও বক্তব্য রাখেন স্বপন দাশ, রঞ্জন পাল, সুধীর তালুকদার, নটন চৌধুরী, টিসু চৌধুরী, এস প্রকাশ পাল, পলাশ মল্লিক, রতন দে, উত্তম ভক্ত লিটন, বাসু মল্লিক, শ্যামল দে, অনুপম পাল, মিথুন চৌধুরী চন্দন, পলাশ বোস, সৃজন চৌধুরী, রণ মল্লিক, চমক চৌধুরী, অনুপম মজুমদার, লিটন পাল, আশু দাশ, অসীম পাল, শ্রীকান্ত দে, ছোটন পাল, রাজু চৌধুরী, অলক মজুমদার, বিপ্লব পাল, অনুপ বসাক, সুকান্ত মজুমদার, উত্তম দাশ, পলাশ চৌধুরী, রিমন মজুমদার, রিমু দে, সুমন মল্লিক, পলাশ ধর, প্রিয়া মল্লিক, প্রান্তি মালাকার প্রমুখ। শুরুতে গীতাপাঠ করেন আদিত্য পাল। অনুষ্ঠানে স্মরণিকা ‘শরণ্যা’র মোড়ক উন্মোচন ও শ্রীপুর ইউনিয়নের কৃতী সন্তানদের সংবর্ধনা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআসকার দীঘির পাড় লোকনাথ মন্দিরে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় শ্যামা পূজা দীপাবলী উৎসব