বোয়ালখালীর শিক্ষার্থীরা মহাকাশ দেখবে আজ

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে তৃণমূলের শিক্ষার্থীদের জন্য মহাকাশ দেখার আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর। আজ শনিবার সন্ধ্যায় শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা নিরুবালা একাডেমিতে এ আয়োজন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টায় বোয়ালখালী উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব পরিদর্শন করবেন মহাপরিচালক। এরপর উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ও সভায় যোগ দেবেন তিনি। বোয়ালখালী ইউএনও আছিয়া খাতুন বলেন, শিক্ষার্থীরা টেলিস্কোপের মাধ্যমে আকাশের গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করবে। করোনার বিষয়টি বিবেচনায় রেখে সীমিত পরিসরে এ আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅটোপাস নয়, পরীক্ষার দ্বারাই হোক যথার্থ মূল্যায়ন
পরবর্তী নিবন্ধসাইয়িদ আতীকুল্লাহ : শিল্পসৌকর্যের স্বাতন্ত্রে অনন্য