বোয়ালখালীর বৈষম্য দূর করতে কাজ করব

গণসংযোগে শাপলা কলির প্রার্থী জোবাইরুল

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগর ও বোয়ালখালী একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হলেও বোয়ালখালীর মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম(বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশের একাংশ) আসনে শাপলা কলি প্রতীকের মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ। তিনি বলেন, এই বৈষম্য নিরসনে কাজ করব।

গতকাল শুক্রবার বোয়ালখালী উপজেলার কানুগোপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। জোবাইরুল আরিফ বলেন, চট্টগ্রাম নগর ও বোয়ালখালীর মধ্যে বৈষম্যের অন্যতম প্রধান কারণ কালুরঘাট সেতু। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার বা নতুন সেতু নির্মাণের অভাবে পড়ে আছে। তিনি বলেন, শাসক বদলালেও সেতুটির কোনো পরিবর্তন হয়নি। গণসংযোগকালে জোবাইরুল আরিফ বোয়ালখালীর গ্রামীণ অবকাঠামোর অবক্ষয়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি তার রয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলে বাসের ধাক্কা, তরুণীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপিইউসি ফ্যামিলি ডে উদযাপন