বোয়ালখালীতে ৮ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:৫৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল রোববার সকালে উপজেলা সদর ও এর আশেপাশে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।
তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ও মূল্য তালিকা না টাঙানোয় ভাণ্ডারী ট্রেডিং, কর্ণফুলী স্টোর ও বিয়ে বাজারকে ৫ হাজার; আলীফ স্টোর, ব্যবসায়ী শফিউল আলম, মো. আকবরকে ৫০০ টাকা; বশর স্টোরকে ১০০০ টাকা এবং খাজা এন্টারপ্রাইজকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় করোনা প্রতিরোধে পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরা নিশ্চিত করে আদালত।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও সমন্বয় সমিতির অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে কে বেকারির ৮ম আউটলেট উদ্বোধন