বোয়ালখালীতে ৬ দোকানঘর পুড়ে ছাই

আজাদী অনলাইন | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১:৫১ অপরাহ্ণ

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ দোকানঘর। এর মধ্যে দুই দোকানে ব্যাচেলর ভাড়াটিয়া ছিলো। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুল আবেদীন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে আবু বক্কর ছিদ্দিকীর কাগজের গোডাউন, আব্দুল কন্ট্রাক্টরের দোকান, বজল সওদাগরের দোকান, আমীর হোসেনের ফার্নিচার দোকান, আকতার হোসেনের ফাইপ ফিটিংসের দোকান ও নুরুল ইসলামের কসমেটিকের দোকান পুড়ে গেছে।-বাংলানিউজ

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেন্ডার মেইনস্ট্রিমিং বিষয়ক মমতার কর্মশালা
পরবর্তী নিবন্ধকাস্টম ব্রিজ এলাকায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার তিন