বোয়ালখালীতে ৩৫০ প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

আউশ প্রণোদনার অংশ হিসেবে বোয়ালখালীর ৩৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি সম্পন্ন করেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, কৃষি কর্মকর্তা অফিসার আতিক উল্লাহ, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন চৌধুরী, সাহাদাত হোসেন, এস এম বোরহান উদ্দিন, সৈয়দ মো. নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে জরুরি প্রয়োজনে ভারতের ভিসা নেওয়া যাবে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল