বোয়ালখালীতে ২শ লিটার মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম শুভ দাস (৩৩)। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম কধুরখীল পাঠান পাড়া থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শুভ দাশের কাছ থেকে তিনটি পলিথিনে মোড়ানো ২শ লিটার মদ পাওয়া যায়। তিনি রাউজানের জিকুটি পাড়া এলাকার হিমাংশু দাশের পুত্র। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।