বোয়ালখালীতে হারানো ৫ মোবাইল উদ্ধার করে মালিককে দিল পুলিশ

বোয়ালখালী প্রতিনিধি  | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:০৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে হারিয়ে যাওয়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান। ওসি বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে। এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ বিএনপিকে কেউ হারাতে পারবে না