বোয়ালখালীতে শাহসূফি সৈয়দ মারুফ ও সৈয়দ কুতুব শাহ (ক.) প্রকাশ মামা ভাগিনার বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-এ-ইয়াজদাহুম গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মসজিদে গাউছুল আজম কমপ্লেক্স মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন হেফজ খানার অসংখ্য হাফেজে কোরআনদের পাগড়ি পরিধান ও শিক্ষাসামগ্রী এবং সম্মাননা প্রদান করা হয়। দরবারে গাউছে হাওলার পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরীর সভাপতিত্বে ও কাজী আবদুল জলিল, প্রভাষক মাওলানা মোহাম্মদ আছহাব উদ্দীন, মাওলানা মোহাম্মদ শরফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ৬নং পোপাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান এস. এম. জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিব উল্লাহ্ সুন্নি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এম. এ. হাকিম, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক এস এম সেলিম, মাওলানা মোহাম্মদ ইসমাঈল। আমন্ত্রিত অতিথি ছিলেন জাকের হোসেন। প্রধান ওয়ায়েজ ছিলেন মাওলানা আবুল কালাম বয়ানী, বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ ফরিদুল আলম রেজভী, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক মাওলানা মুহাম্মদ ছালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মোকারম, ইসমাঈল হোসেন আবু, আবু শাহাদাত আবু, মুহাম্মদ মামুন, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ জালাল উদ্দীন সোহেল প্রমুখ। শেষে হাফেজে কোরআন ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, মূল্যবান বই ও পবিত্র কুরআনুল কারীমসহ শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।