বোয়ালখালীতে ন্যায্য মূল্যে সয়াবিন তেল বিক্রির নামে ‘প্রতারণার’ অপরাধে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন। জানা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে পিকআপে ন্যায্য মূল্যের ব্যানার দিয়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছিল উপজেলা সদরে। গোপনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে অভিযানে নামেন বোয়ালখালী এসিল্যান্ড। এ সময় পণ্যের মোড়কে ওজন, বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে বিক্রেতা প্রতিষ্ঠান নুরজাহান ভেজিটেবল ওয়েল এজেন্সির প্রতিনিধি আবদুল্লাহ আল বাসেতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এসিল্যান্ড মো. আলাউদ্দিন বলেন, জনস্বাস্থ্য বিঘ্নিত হয় এমন কাজ করার সুযোগ কাউকে দেয়া হবে না।










