বোয়ালখালীতে সয়াবিন তেল বিক্রেতাকে জরিমানা

ন্যায্যমূল্যের নামে প্রতারণা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ন্যায্য মূল্যে সয়াবিন তেল বিক্রির নামে ‘প্রতারণার’ অপরাধে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দণ্ড দেন। জানা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা ও জনস্বাস্থ্যের কথা চিন্তা না করে পিকআপে ন্যায্য মূল্যের ব্যানার দিয়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছিল উপজেলা সদরে। গোপনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেলে অভিযানে নামেন বোয়ালখালী এসিল্যান্ড। এ সময় পণ্যের মোড়কে ওজন, বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার আইনে বিক্রেতা প্রতিষ্ঠান নুরজাহান ভেজিটেবল ওয়েল এজেন্সির প্রতিনিধি আবদুল্লাহ আল বাসেতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এসিল্যান্ড মো. আলাউদ্দিন বলেন, জনস্বাস্থ্য বিঘ্নিত হয় এমন কাজ করার সুযোগ কাউকে দেয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক ডা. মো. নূর উন নবীর ১২তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা