বোয়ালখালীতে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২১ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল আলমকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব খিতাপচর গ্রামের বাসিন্দা। এছাড়া গত মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ির আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নয়ন (৩০) এবং শাকপুরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরার কবির আহমদ সারেং বাড়ির মো. সফিকুল ইসলাম আনাছকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআবহাওয়ার আগাম পূর্বাভাস পেলে জীবন ও সম্পদহানি কমবে
পরবর্তী নিবন্ধচবি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দিলেন প্রফেসর মমতাজ উদ্দিন