বোয়ালখালীতে স্কুল ভবনের গ্রিল কেটে ল্যাপটপ চুরি

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভবনের লোহার গ্রিল কেটে আইসিটি ল্যাব থেকে ৬টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের পাশের দীঘির পাড়ে হাঁটতে গিয়ে ভবনের গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র ভোরের দিকে বিদ্যালয়ের ভবনের লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা আইসিটি ল্যাব থেকে ৬টি ল্যাপটপ, ২টি প্রজেক্টর ও ১০টি চার্জার নিয়ে যায়। এছাড়া প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় নথিপত্র তছনছ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, চোরেরা লোহার গ্রিল কেটে আইসিটি কক্ষে ঢুকে ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় চার লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে। বিদ্যালয়ে নৈশপ্রহরী থাকার পরও এ ঘটনা ঘটেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকালো পতাকায় ছেয়ে গেছে পিতৃভূমি ফেনী
পরবর্তী নিবন্ধইমাম শেরে বাংলার ৫৮তম ওরশ আজ