বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান দক্ষিণ কড়লডেঙ্গা তালুকদার পাড়া এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ছেলে।
জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে ঘরে শুয়ে মোবাইল টিপছিল আরমান। জানালার পাশে তার পা ছিল; এ সময় তার পায়ে সাপে কামড় দেয়। তবে মোবাইলে ব্যস্ত থাকায় আরমান প্রথমে বুঝতে পারেনি। পরবর্তীতে খারাপ লাগলে একপর্যায়ে বুঝতে পারে তাকে সাপে কামড়ে দিয়েছে। এরপর তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের বোয়ালখালী উপজেলার উদ্ধারকর্মী আমির হোসাইন শাওন বলেন, আরমানের বাড়িতে ইঁদুরের একটি গর্ত থেকে সাপটি উদ্ধার করতে সক্ষম হই। সাপটির নাম পদ্ম গোখরা (ফুল জোরা)। এটি একটি বিষধর সাপ।