বোয়ালখালীতে সাপের কামড়ে আরমান তালুকদার (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (৫ আগস্ট) মঙ্গলবার সকালে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ কড়লডেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরমান দক্ষিণ কড়লডেঙ্গা তালুকদার পাড়া এলাকার আবদুল মাবুদ জহির তালুকদারের ২য় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, জানালার পাশে তার পা ছিল, সেই পায়ে সাপে কামড় দেয় কিন্তু মোবাইলে ব্যস্ত থাকায় সে বুঝতে পারেনি,পরবর্তীতে খারাপ লাগলে এক পর্যায়ে বুঝতে পারে সাপে কামড়ে দিয়েছে। তখন তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।