বোয়ালখালীতে শিক্ষক পরিবারের উপর হামলা

সম্পত্তি নিয়ে বিরোধের জের

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ১৯ মে, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষক পরিবারের উপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের গোপাল মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই পরিবারের গৃহকর্তাসহ কমপক্ষে দুইজন আহত হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়- শিক্ষক গোপাল দত্ত ও তার সন্তানরা গত সোমবার তাদের বাড়ির সীমানায় ঘেরা দেয়ার কাজ করছিলেন। এ সময় প্রতিবেশি বিপ্লব দত্তসহ কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে বাধা দেয়। এক পর্যায়ে শিক্ষক ও তাঁর সন্তানদের মারধর করে। এ নিয়ে শিক্ষক গোপাল দত্তের পুত্র শিক্ষক উদয় শেখর দত্ত বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন। বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন- লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে দুস্থদের সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের সব লিখিত পরীক্ষা স্থগিত