বোয়ালখালীতে রাআপের সভা ও ছুফি বৈঠক

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা ছুফি ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (ক.) রাহে ভান্ডারী স্মরণে মাসিক ছুফি বৈঠক ও রাহে ভান্ডার আশেকান পরিষদের (রাআপ) বিশেষ সভা গত শনিবার দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোছাইনের সভাপতিত্বে এবং শাহজাদা ছৈয়দ বশির আহমদ মনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সার্বিক তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। এতে উক্ত পরিষদের সকল কর্মকর্তাসহ দরবারের সকল অঙ্গসংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোছাইনকে চেয়ারম্যান, শাহজাদা ছুফি ছৈয়দ বশির আহমদ মনিকে কো-চেয়ারম্যান, শাহজাদা ছুফি ছৈয়দ সাইফুল আলম নাইডুকে মহাসচিব ও শাহজাদা মৌলানা ছুফি ছৈয়দ মশিউর রহমান রাহাতকে সমন্বয়ক করে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ’২২ গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন উজ্জ্বল শিকদার
পরবর্তী নিবন্ধখানকায়ে চিশতীয়ায় খাজা গরীবে নেওয়াজের (রহ.) বার্ষিক ওরশ