বোয়ালখালীতে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে গোলক ধাঁধায় পড়েছে থানা পুলিশ। জানা গেছে, গতকাল সোমবার সকালে স্থানীয়রা খবর দিলে সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের কালীপ্রসন্ন সেতুর পিলারের সাথে আটকে থাকা লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর লাশটি ৩-৪ দিন ধরে নিখোঁজ থাকা শাহজাহান বালুর বলে শনাক্ত করে যুবকের নিকটাত্মীয়রা; এতে বিপাকে পড়ে বোয়ালখালী থানা পুলিশ। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আবুল কালাম জানান, উদ্ধারকৃত লাশটিতে পচন ধরে গেছে। পরনে কোনো কাপড়-চোপড় ছিল না। নিহতের বয়স অনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে জানান তিনি।
নিখোঁজ শাহজাহান বালুর সেজ ভাই জাহাঙ্গীর বলেন, লাশটি আমার ছোট ভাইয়ের, এটা আমরা নিশ্চিত। তবে পুলিশ কোনোভাবে নিশ্চিত হতে পারছে না। তাদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, শাহজাহান এক সময় মধ্যপ্রাচ্যে ছিলেন। ভাল আয়-রোজগার করতেন। সব টাকা পাঠাতেন বড় ভাই শামশুল আলমের স্ত্রী রহিমা বেগমের নামে। তবে দেশে ফিরে ভাবীর কাছে প্রেরিত টাকা ফেরত চাইলে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়, যা এলাকার চেয়ারম্যান-মেম্বার পর্যন্ত গড়ায়।
স্থানীয় ইউপি সদস্য সজীব বলেন, আমার মধ্যস্থতায় রহিমা বেগমের কাছে তার দেবরের প্রাপ্য ছিল মোট ১৩ লক্ষ টাকা। তার মধ্যে ৩ লক্ষ টাকা পরিশোধ করেন রহিমা। এছাড়া আরো ২ লক্ষ টাকা আগামী ১৪ অক্টোবরে দেয়ার কথা ছিল। বাকি টাকা মাসে ২০ হাজার করে পরিশোধের কথা ছিল। তার আগেই এ দুঃখজনক ঘটনাটি ঘটে গেল। শাহজাহান সারোয়াতলীর খিতাপচর সেকান্দর পাড়ার মজু ভান্ডার এলাকার নুর হোসেন মেম্বারের কনিষ্ঠ পুত্র। বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, লাশের দাবি নিয়ে কিছু লোক আমাদের কাছে এসেছিল। লাশটির পরিচয় উদ্ধারে ফিঙ্গার প্রিন্ট নিয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।