বোয়ালখালীতে যুবককে মেরে খালে ফেলে দিল চোর চক্র

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৯:১৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে নয়ন উদ্দীন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মিলিটারী পুল সংলগ্ন এলকার বোয়ালখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন উপজেলার শাকপুরা ৩ নম্বর ওয়ার্ড আচু মাঝির বাড়ির মো. কুদ্দুসের ছেলে।

স্থানীয়রা বলেন, নয়ন দীর্ঘদিন ধরে গরু চুরির সাথে জড়িত এবং তার সাথে পটিয়া এলাকার আরেকটি গরু চোর চক্রের বিরোধ চলছিল। বৃহষ্পতিবার বিকেলে সে চোর চক্রের কয়েকজন সদস্যদের সাথে খালের পাড়ে বসেছিল।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে তাকে মারতে মারতে খালে ফেলে দেওয়া হয়। খালের মধ্যেও তার মাথায় আঘাত করতে থাকেন চোর চক্রের সদস্যরা। এতে সে আর খাল থেকে উঠতে না পারাই সেখানেই মৃত্যুবরণ করে। নয়নের মৃত্যুর পেছনে চোর চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বই মুখ্য বলে ধারণা করছে এলাকাবাসী।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা (এ রিপোর্ট লেখা পর্যন্ত) প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে পুলিশের অভিযানে ১,৬০০ পিস অস্ত্রের ম্যাগাজিন প্রসেস উদ্ধার, গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, সমাজসেবা অফিসে হস্তান্তর