বোয়ালখালীতে ম্যাফ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ১৩ নভেম্বর, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ম্যাফ টি-১০ চ্যাম্পিয় লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। গতকাল সকালে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এফজি ওয়ার হাউজ দশ ওভারে ১৪৫ রান করে। জবাবে কোয়ালিটি দল দশ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। ফলে ৬ রানের ব্যবধানে জয়লাভ করে এফজি ওয়ার হাউজ। ফাইনাল খেলা শেষে মো. শাহাদাৎ উল্লাহর সভাপতিত্বে ও সৈয়দ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন মো. আতাউর রহমান, মো. রেজাউল করিম, সৈয়দ নজরুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, এস এম তানভীর, টিপু চৌধুরী, আম্পায়ার ছিলেন মো. পারভেজ, মো. আজাদ, মো. বাপ্পি, বাহাদুর। পরে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ৩৫ হাজার টাকা পুরস্কার দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবনফুল ২য় বিভাগ ফুটবল লিগের উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যাল চ্যাম্পিয়ন