বোয়ালখালীতে মদসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১২:১১ অপরাহ্ণ

বোয়ালখালীতে ২০০ লিটার চোলাই মদসহ মো. বাবুল হোসেন নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল চরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ এলাকার বাসিন্দা।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিক্রির উদ্দেশে নিজ বসতঘরে অবৈধভাবে চোলাই মদ মজুদ রাখায় বাবুলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধের দায়ে ১০টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদ একটি অসম্পূর্ণ দলিল
পরবর্তী নিবন্ধসমমনা আইনজীবী পরিষদের বার্ষিক সাধারণ সভা