বোয়ালখালীতে বিপুল পরিমাণ মদ সহ সিরাজুল হক (৪৮) নামের একাধিক ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর মল্লা বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। ধৃত সিরাজ পূর্ব খিতাপচরের আদু খাঁ বাড়ির মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,সিরাজের বিরুদ্ধে অস্ত্র, খুনসহ ডাকাতির ৭টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাদক ব্যবসায় লিপ্ত ছিল। এদিন খিতাপচর এলাকার একটি পরিত্যক্ত ঘরে মাদকের আস্তানা গড়ে মদ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে। তার কাছ থেকে ৫৫০ লিটার চোলাই মদ ও মদ বিক্রির বোতল, বালতি এবং ড্রাম জব্দ করা হয়। থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বলেন, ধৃত সিরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।