বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডীতে কর্ণফুলী নদীর শাখা ছন্দারিয়া খালে ভেসে উঠেছে ১০০ কেজি ওজনের ৭ ফুট লম্বা একটি মৃত ডলফিন।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ডলফিনটি ভেসে আসে। বাংলানিউজ
পরে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে উদ্ধার করেন। ময়নাতদন্ত শেষে শরীরের বেশিরভাগ অংশ পচে যাওয়ায় ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়।
এ সময় বোয়ালখালী থানার একটি টিম, একজন বন কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ডলফিনটি উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে জানা যায় ডলফিনটির পেছনে আঘাতের চিহ্ন ছিল। কোনো ইঞ্জিন চালিত নৌযানের আঘাতে এটির মৃত্যু হয়েছে। মারা গেছে আরও দু’দিন আগে।”