বোয়ালখালীতে একটি বাড়ির রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা কেয়ারটেকার মো. ইকবাল নামে এক শারীরিক প্রতিবন্ধীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে চোরের দলের বিরুদ্ধে। গতকাল সোমবার ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের মধ্যম করলডেঙ্গা ২ নম্বর ওয়ার্ডে মাজার গেটের পশ্চিম পাশে মৃত ইউনুছ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ইকবাল জানান, মুখোশ পরা একদল চোর ভোর চারটার দিকে রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘরের তিনটি আলমিরার তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যায় তারা। তিনি আরও জানান, বাড়ির পরিবারের সদস্যরা শহরে ভাড়া বাসায় বসবাস করেন। গত রোববার দুপুরে তারা বাড়িতে বেড়াতে আসেন এবং বিকেলে আবার শহরে ফিরে যান। ঘটনার সময় তিনি একাই বাড়িতে ছিলেন।
আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, গত কয়েক মাস ধরে বোয়ালখালীর বিভিন্ন ইউনিয়নে চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। একটি সংঘবদ্ধ চক্র এলাকার সুনাম ক্ষুণ্ন করার পাঁয়তারা করছে বলে তিনি মন্তব্য করেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











