বোয়ালখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প, উদ্ধার ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর রহমান সহ অতিথিবৃন্দ। মহড়ায় ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়।

এ সময় বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণসচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ঘণ্টাব্যাপী এ মহড়ায় কীভাবে ও কত দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ নিতে হবে, কিভাবে আহতদের চিকিৎসার উদ্যোগ নিতে হবে এবং আটকেপড়া মানুষদের উদ্ধার করার পদ্ধতি দেখানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা পূজা পরিষদের ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি দুবাই সিটি শাখার মিলাদ মাহফিল