বোয়ালখালীতে একটি ভবনের ছাদ থেকে আলী সিফাত (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পৌরসভার কধুরখীল চৌধুরী হাট এসএম টাওয়ারের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক পশ্চিম কধুরখীল জামতল নুরুচ্চফা মেম্বার বাড়ির মৃত আবু জাফর সওদাগরের ছেলে।
উদ্ধারকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের ছাদের ওপর গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে সিফাত। তবে তার পা ছাদের সাথে লাগানো অবস্থায় রয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিফাত একাই ছাদে উঠেছে, তবে তার পকেটে একটি চাকু পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, সিফাত ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে এলাকায় টিউশন করাতেন। পাড়া–প্রতিবেশী কারো সাথে তার দ্বন্দ্ব ছিলো না।
বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে বাকিটা বলা যাবে।