বোয়ালখালীতে বেড়েছে চোরের উৎপাত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

বোয়ালখালীর আকুবদণ্ডী গ্রামে চোরের উৎপাতে মানুষের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। প্রায় নিয়মিতই চুরির ঘটনা ঘটছে। সিঁধেল চুরির পাশাপাশি বন্ধ ঘরের তালা কেটেও চুরির ঘটনা ঘটছে। পানির পাম্পসহ বাইরে রাখা জিনিসপত্র প্রায় প্রতিদিনই হাওয়া হয়ে যাচ্ছে। সম্প্রতি কধুরখীল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম আল আমিন জাবের ছাবেরির বাসা থেকে বিপুল পরিমান মালামাল চুরি হয়। চোরেরা এই বাড়ি থেকে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী লোপাট করে। এর দিন কয়েকের মাথায় আনোয়ার দারোগা বাড়ির মাহম্মুরের ঘর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করা হয়।

গত ১লা মার্চ সৈয়দ আলম বাড়ির মরহুম সৈয়দ ফখরুল ইসলামের ঘরের তালা ভেঙ্গে পানির মোটর থেকে শুরু করে নানা জিনিসপত্র নিয়ে যায়। এর কিছুদিন আগে একই বাড়িতে মরহুম মোজাম্মেল হকের ঘরেও চুরির ঘটনা ঘটে। গত ২রা মার্চ একই গ্রামের নাছের আহমেদের বাড়ির মরহুম মোরশেদের ঘর এবং মরহুম কালামের ঘরে চোর প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটায় এলাকাবাসী চরম আতঙ্কে দিনতিপাত করছে। অনেকেই রাত জেগে বাড়ি পাহারা দিয়ে চুরি ঠেকানোর চেষ্টা করছেন। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে বলেও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের বার্ষিক মহোৎসব শুরু
পরবর্তী নিবন্ধমানবতার কুটিরের কাপড় পেয়ে উচ্ছ্বসিত অসহায় নারী-পুরুষ