বোয়ালখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল হাজারো রোগী

সারোয়াতলী দেশবন্ধু সংসদের প্লাটিনাম জয়ন্তী

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার সারোয়াতলীতে দেশবন্ধু সংসদ শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সাধারণ মানুষকে বিনামূল্য চিকিৎসা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন হাজারো রোগী। চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে সকাল থেকেই রোগীরা ভিড় করতে থাকেন।

চিকিৎসা সেবা দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, নাককানগলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. পংকজ কুমার চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো ও ল্যাসিক সার্জন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. সীমান্ত ওয়াদ্দাদার, চর্মযৌনএলার্জি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজশ্রী চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুলেখা চৌধুরী, ডা. জয়ন্তী সরকার, অর্থোপেডিক বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজর্ষি নাগ, জুনিয়র কনসালটেন্ট ডা. রানা দে, ডা. তাসিন মুহাম্মদ রেসাদ ও ডা. পরমোজ্জ্বল চৌধুরী।

ডা. সীমান্ত ওয়াদ্দাদার বলেন, দেশবন্ধু সংসদের ৭৫ বছরপূর্তি উপলক্ষে গ্রামের মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়েছেন। এ দেশবন্ধু সংসদ মানবতার কল্যাণে কাজ করে আরও অনেক দূর এগিয়ে যাক। অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী বলেন, জননী ও জন্মভূমি স্বর্গ চেয়েও শ্রেষ্ঠ। তাই নিজ গ্রামের মানুষের পাশের থাকার মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধজালিয়াতির মামলায় আ. লীগ নেতা কারাগারে
পরবর্তী নিবন্ধপ্রফেসর ইফতেখার আহমদ খানের শোকসভা ও দোয়া মাহফিল