মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তবেই বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি গত রোববার মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বোয়ালখালী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরিষদের সভাপতি এস. এম. নুরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এল. এম. জি তাহের, অধ্যাপক কানাই লাল দাশ, সৈয়দ মো. জোবায়ের, কার্ত্তিক শীল। বক্তব্য রাখেন মো. জহির, মো. আলী, সোহেল আহমদ, মো. আলতাফ হোসেন, সুখেন্দু মাস্টার, মো. আব্দুল মান্নান, মো. মাসুদ, তৈয়ব সিদ্দিকী, আয়েশা হেনা, এম. এস. আলম, সেলিম উদ্দিন, মো. মহিউদ্দিন প্রমুখ। পরে শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হয়।