বোয়ালখালীতে গভীর রাতে একটি বাড়িতে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের মাস্টার বাজার এলাকার মিলন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, রাত তিনটার দিকে প্রায় ১৫ জনের একটি দল বাড়িটি ঘেরাও করে। এদের মধ্যে সাতজন সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে ৭০ বছর বয়সী বৃদ্ধা মিরা দাশকে মারধর করে এবং আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও ৪টি মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না বলে জানা গেছে।
ভুক্তভোগী মিরা দাশ জানান, ডাকাত দলের প্রত্যেকের হাতে রাম দা ছিল। তারা আলমারি ভেঙে তার তিন পুত্রবধূ ও তার নিজের ব্যবহৃত স্বর্ণালংকার এবং একটি আইফোনসহ চারটি মোবাইল লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











