বোয়ালখালীতে এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার আমুচিয়া এলাকায় বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ের আসরে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেন তিনি।
জানা যায়, আমুচিয়া শাহ মজিদিয়া দাখিল মাদ্রাসার এ শিক্ষার্থীকে তার অমতে পাশ্ববর্তী ইউনিয়নের এক ছেলের সাথে বিয়ে দেয়ার আয়োজন করেছিলেন অভিভাবকরা।
বিষয়টা জানতে পেরে স্থানিয় জনপ্রতিনিধিরা তাতে বারণ করলেও এতে কর্ণপাত না করে গতকাল শুক্রবার দুপুরে কানুনগোপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আসর বসিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করেন অভিভাবকেরা। খবর পেয়ে সেখানে হাজির হন ইউএনও। সনদ যাচাইবাছাই করে দেখতে পান মেয়েটি অপ্রাপ্তবয়স্ক। তখন তিনি এ বিয়ে বন্ধ করতে বলেন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন, এমন একটি বাল্যবিয়ের খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই এবং জানতে পারি মেয়েটি একটি মাদ্রাসা থেকে সদ্য দাখিল পাস করেছে। তখন তার সনদ যাচাই করে দেখতে পাই দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিয়ের বয়স হয়নি।
তাই আয়োজকদের এ বিয়ে বন্ধ করতে বলি এবং মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য পরিবারকে নির্দেশনা প্রদান করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছি। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।