বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব–১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত সোমবার বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তাহমিনা আকতার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস–চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, জাহাঙ্গির আলম, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, ডা. মহিউদ্দিন আশরাফ, হেলাল উদ্দিন টিপু, হারুনুর রশিদ বাবলু, সৈয়দ জসিম উদ্দিন, দেবু পুরোহিত, জিয়াউর রহমান, মো. শওকত, মো. জনি। রেফারির দায়িত্বে ছিলেন মিজানুর রহমান, সুভাস বৈদ্য, টিপু শাহ প্রমুখ। ফাইনালে বোয়ালখালী পৌরসভা বনাম আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরষ্পরের মোকাবেলা করে। খেলায় বোয়ালখালী পৌরসভা ২–১ গোলে আহলা করলডেঙ্গা ইউনিয়নকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।