বোয়ালখালীতে ফারাজ চত্বরের নাম ফলকটি ভেঙে দিয়েছে কে বা কারা। এ নিয়ে বাদলপন্থীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এটিকে এলাকাবাসীর মন থেকে বাদলের স্মৃতি মুছে ফেলার ঘৃণা ষড়যন্ত্রের অংশ বিশেষ মনে করেন প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান। উল্লেখ্য, ২০১৬ সালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ চত্বরটি উদ্বোধন করেন তৎকালীন এমপি মঈনউদ্দিন খান বাদল। জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় অন্যান্যদের সাথে নিহত ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেনের স্মরণে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গণের সবুজ চত্বরটিকে ফারাজ চত্বর হিসেবে ঘোষনা দেন কলেজ কর্তৃপক্ষ। একই বছরের ১৬ আগস্ট এখানে একটি বৃক্ষের চারা রোপনের মধ্যে দিয়ে চত্বরটির উদ্বোধন করেন মঈন উদ্দিন খান বাদল ও বর্তমান চসিক র্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। উপজেলা যুবলীগ সভাপতি মো. সেলিম উদ্দিন বলেন, যারাই করুক এটা ভাঙা উচিত হয়নি। এর মধ্যে দিয়ে একজন প্রয়াত বর্ষীয়ান এ নেতাকে অসম্মান করা হল। জাসদ কেন্দ্রীয় নেতা মো. সৈয়দুল আলম ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। আইনজীবী সেলিম চৌধুরী এর জন্য কলেজ কর্তৃপক্ষকে দায়ী করেছেন। সেলিনা খান দৈনিক আজাদীকে বলেন, কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ঘৃণ্য এ কাজটি করে এলাকাবাসীর হৃদয় থেকে বাদলের নামটি মুছে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. মোহসিন উদ্দিন বলেন, এটা আজকের নয় অনেক আগের ঘটনা। ওই জায়গায় জেলা পরিষদের অর্থায়নে একটি শহীদ মিনার নির্মাণের প্রয়োজনে ফলকটি তুলে আমরা কলেজের নির্দিষ্ট স্থানে রেখেছিলাম। সেখান থেকে ভাঙা ফলকটির ছবি তুলে কলেজের বিরুদ্ধচারণকারীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।