পটিয়া-বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার সড়কটি ‘প্রীতিলতা সড়ক’ নামকরণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রজ্ঞাপনে দোহাজারী সড়ক বিভাগের অধীন পটিয়া-বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির এ নামকরণ করা হয়।
দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, পটিয়া থানার মোড় হতে ৮ কিলোমিটার সড়কটি পূর্বে একই নামে গেজেট ছিল। বর্তমানে ৮ কিলোমিটার সড়কের বর্ধিতাংশসহ ১২ কিলোমিটার সড়কটির নাম ‘প্রীতিলতা সড়ক’ নামকরণ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।
পটিয়া ধলঘাট প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তী বলেন, পটিয়া-বোয়ালখালীতে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার মাঠি মানুষের সাথে মিশে আছে। তারই স্মৃতিধন্য এ সড়কটি ‘প্রীতিলতা সড়ক’ নামকরণ করে সরকারি গেজেট প্রকাশ করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।