বোয়ালখালী উপজেলায় এক প্রবাসীর নতুন বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে দুজনকে আহত করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাদশা হুজুরের বাড়ির পাশের একটি নতুন বাড়িতে। আহতরা হলেন আব্দুল হাশেম ও সিরাজ খাতুন।
আব্দুল হাশেম জানান, রাত আড়াইটার দিকে রামদা নিয়ে তিনজন ব্যক্তি তার ঘরে ঢুকে প্রথমে তাদের মারধর করে আহত করে। পরে তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন টের পেলে ডাকাতরা পালিয়ে যায়। তিনি আরও বলেন, পুত্রবধূ পুরোনো বাড়িতে থাকা স্বজনদের ফোন করলে তারা তাৎক্ষণিকভাবে বাড়িতে এসে উপস্থিত হন। এ সময় ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। তিনি জানান, দুর্বৃত্তরা ঘরের ছাদে উঠে সিঁড়িঘর দিয়ে নেমে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












