বোয়ালখালীতে প্রবাসীর ঘরে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের নুরুল হুদার নতুন বাড়ির বেগম নজুমিয়া মঞ্জিলের পরিবারের সদস্যরা। পরদিন সকালে এসে দেখেন ঘরের তালা ভাঙা এবং ভেতর থেকে লক করা। ঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকতেই দেখেন ঘর এলোমেলো।

প্রবাসী নুরুল হুদার পরিবারের সদস্য শাহনাজ বেগম বলেন, বৃহষ্পতিবার আমার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সকালে (শুক্রবার) এসে দেখি ঘর চুরি হয়ে গেছে। ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, তিনটি মোবাইল ও ঘরের দলিলপত্র নিয়ে গেছে চোর। ঘরে সিসি ক্যামেরা থাকায় ক্যামেরার ডিভাইসও খুলে নিয়ে গেছে। ঘরের দেওয়াল পার হয়ে চুরি করেছে। ঘরের সামনের গেইটের তালাগুলো সুরক্ষিত অবস্থায় ছিল। ঘরের ভিতরের দরজার তালাগুলো ভেঙেছে।

বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সচরাচর জায়গা জমির কাগজ চোর নিয়ে যায় না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় অজ্ঞান পার্টির সাত নারীসহ গ্রেপ্তার ৮